যবে আসি আমি আমার গ্রামের বুকে
মধূর আবেশে মন মেতে থাকে সুখে
তোমাকেই চায় প্রভাতের সূর্য
রূপসী তুমি, কল্যাণী তুমি,
দেশ মাতা আমার।
নদী মার্তৃক স্রোতাম্বিনী অমৃত ধারীণি তুমি,
তুমি শত শহীদের রক্ত কেনা স্বদেশ ভুমি;
সবুজে ঘেরা ছয়টি ঋৃতুর রুপোময়ী যে তুমি,
তুমি কৃষকের হাসি ভরা মুখ উর্বর ভুমি,
অন্য দাতা যে সবার।
তৃষ্নার্ত কেন হলাম তোমার বুকে ?
হারালো কোথায় সেই অপরূপ কোন দুঃখে।
মলিনতা কেন বিলীন করিল,
সভ্যতা তোমাতে শহর গড়িল,
ফিরিয়া আস না আবার।
যেখানে তোমার আর রূপ হারাবে না,
বুকেতে তোমার আর শহর হবে না;
রবে না আর কোন ছেড়াকাটা রূপকার;
লও সেই পুরনো আকার।
মনে হয় শুধু কোন এক সময় ও দিন খনে,
দুর বহু দুর চলে যাব আমি অতি গোপনে;
হয়তো তোমাকে পাব না দেখিতে আর !
ধন্য আমি হেথা করেছি জীবন পার।
♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
রচনাকাল- ১১ মার্চ ১৯৯৮
ভাটীকয়া, পাবনা