************************
আমার প্রিয়ার মনের মাঝে,
বাঁজছে কি মোর প্রেমের বাঁশি।
পথ হারানো পথিক আমি,
প্রেম কি হবে সফল কামি।
পথিক বলেই করে মায়া,
মনে তাহার আসে দয়া।
কিন্ত একি, সে যে দেখি অহংকারী
প্রেম বুঝি আর পায়না কায়া।
তখনতো সবে কিশোর বয়েস,
প্রেম পীরিতির কিইবা বুঝি।
এই বয়েসেই তবুও সে,
মনের মতোন মানুষ খোজে।
সেই কিশোরীর অহংকারে,
ভালোবাসা মোর যায় যে মরে।
তবুও তারে আজও খুজি,
সে ছিল মোর প্রেমের প্রথম সিঁরি।
======================
রচনাকাল-১৭/০৭/১৯৯৯