আমি দুর থেকে তোমাক দেখেছি,
কিন্তু কাছে আসতে পারিনি।
আমার দু'চোখের সামনে দেখেছি,
তোমারই হাসি ভরা মুখ।

আমি একাকি নিরবে নিরজনে বসে
ভেবেছি শুধু তোমাকেই।
এমনি শত চিন্তার মাঝে বার বার,
তোমাকেই দেখেছি।

আব শেষে কোন এক দিন,
কোন এক খনে;
ডেকে নিয়ে কোন এক নিরজনে
বলেছিলে ভালোবাস শুধু আমাকে।

সে দিনের সেই অনুভব অনুভূতি,
আমিতো কখনো ভুলিনি;
ভুলতে আমি পরবো না কখনও,
ভুলে গেলে শুধু তুমি।

আজ হয়ে অন্য কারো প্রিয় জন,
তুমি রাঙ্গালে যে তোমার মন;
দিয়ে গেলে শত জ্বালা আর ব্যথা,
আমি তো ভুলিনি আজও কোন কথা।

======================
রচনাকাল- ১৮/০৪/১৯৯৭