~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

আমি নীল নভো ঘনের অবহেলিত
দূর্বার দিগন্ত বলাকা
দিগন্তের যাত্রী আমি
কোন সুদুর অতীত বর্তমানের মরিচিকা।

ভবিষ্যত এর মধুময় স্বপ্ন
বিচিত্র রাস্তা ধরার কল্প লোকে
বিচরন করি একা,
শুধুই একা একা।

পৃথিবীর মানুষের চাতুর্যের
শক্তি শিখার আমি ভস্ম
আশ্রয় হূন আমি উদাস
অক্লান্ত পথ চলায় আমি হতভম্ভ।

মানুষেরা, তোমাদের অন্তঃস্কার শুন্য
সভ্যতার এই নশ্বর আলোক আমি চাইনি
মহা মানুষের উদাস মনোবৃত্তি
প্রকৃত প্রেমের সন্ধান আজো পাইনি।

জানিনা তোমাদের কাছে কি চাইব
জীবন পথের এই চলাতে আমিই বা কি দিব,
শুধু জানি আমার চলার গতি অনন্ত
তাই তো আমি আজ অশান্ত।

জীবনের সংগ্রামে
আমি এক নির্ভিক সৈনিক
সদা সজ্জিত আমি যোদ্ধাস্ত্রে
হাতে অপরা জেয় হাতিয়ার।

আজ এখানে বিশ্রাম বিলাসে
কালকে অন্য কোথাও আবার।

আশ্রয় হীন আমি, আমি রিক্ত
ওহে তোমরা কেহ
দয়া করে প্রেমের পরশে
কাছে টানো শুধু একটি বার।

=====================
রচনাকাল - ১৫/১১/১৯৯৯ ইং
           সৈয়দপুর, নীলফামারী