************************
বাংলার শিশুদের বাংলা বর্ণমালা
শেখাব সবার আগে,
বর্গিয় দেশের বর্গিয় বর্ণে (ভাষা)
দখল আনিতে যেন পারে।
মায়ের ছেলেরে মায়ের ভাষাতে
মজনু করিয়া নেও
তাহার পরেই অন্য ভাষাতে
শিক্ষা নিতে দেও।
আজকের শিশুরাই আগামী দিনে
জাতিরে দেখাবে পথ,
তাহাদের জীবন গঠন করিতে
সকলেই হই একমত।
সুন্দর করে আজকের শিশুরে,
গড়িতে এসো করি সবে পণ,
ন্যায় নীতিবান বানাতে তাহাদের,
ঢেলে দেয় আমাদের মন।
উঁচু করে শির হয়ে বিশ্ব বীর
ফিরিয়া আসে যেন ঘরে
তাহাদের কর্ম, দেখিয়া ধর্ম,
সকলেই যেন অনুসরণ করে।
"""""""""""""""""""""""""""""""""""""
রচনাকাল-১২/০২/১৭