স্বাধীনতা আমরা সে দিন
পায়নি কারো দানে,
নয় মাস ধরে যুদ্ধ করে
বিজয় ছিনিয়ে আনে।
তাহার পরেই দেশ গঠনে
ঝড়লো কত প্রাণ,
কি ভাবে যে শুধবে জাতি
তাদের রক্তের দাম।
দুনীতি, ঘুষ আর অনিয়মে
দেশ যে গেছে ভরে,
এই গুলোকে কবর দিয়ে
দেশ বাঁচাবে কেড়ে।
জীবন দিয়ে একত্তুরে যারা
আনলো স্বাধীনতা,
অন্ন্, বস্ত্র, বাসস্থানের
দিয়ে নিশ্চয়তা।
মধ্যম আয়ের দেশের কথা
বিশ্ব জবে জানে,
তখন থেকেই বিষ বৃক্ষ
করলো রোপন ডান বামে।
ইহার পরেই কাঁদছেরে ভাই
হাজার বাংলা ভাষি,
তাদের সাথে সুর মিলিয়ে
কাঁদছে বাংলাদেশী।
--------------------------------
রচনাকাল-০১/০১/২০১৮
             ১৮ পৌষ ১৪২৪