""""""""""""""""'""""""""""""""""""
বৈশাখে মাট ঘাট
ফেটে হয় চৌচির,
জৈষ্ঠ্যে পাকে আম
গাছে সবে দেয় ডিল।

আষাঢ়ে কালো মেঘ,
ভেসে বেড়ায় আকাশে।
শ্রাবণের রিম ঝিমে,
ভাসে দেশ প্লাবনে।

ভাদ্র মাসে ভরে উঠে
নদী নালা খাল বিল,
আশ্বিন মাসে ভাসে
কৃষকের মন্জিল।

কার্তিক মাসে মাঠে
কৃষকের হাসি ফোটে।
অগ্রাহায়নে বধূ যায়
বাবার বাড়ী নায়রেতে।

পৌষ মাসে শীত আসে
পিঠা খাওয়ার ধূম ধামে।
মাঘ মাসে বাঘ কাঁদে
কষ্ট পায় সব গরীবে।

ফাল্গুনে আগুন লাগে
প্রকৃতির রুপেতে,
চৈত্রের তাপ দাহে
অস্বথি দেয় ছড়িয়ে।

বাংলা বর্ষ চলে
এ ভাবেই রুটিনে
গরমিল হয় নাতো
প্রকৃতির নিয়মে।

-------------------------
৩ চৈত্র ১৪২৪ বাং
১৭ মার্চ ২০১৮
বিকাল ৪ টা।