★★★★★★★★★★★★★★★
বঙ্গবন্ধু ও বাংলাদেশ,
একই সুত্রে গাঁথা;
টুঙ্গীপাড়ায় জন্ম যাহার,
বলছি তাহার কথা।
জন্ম যদি না হতো তার,
কেমনে স্বাধীন হতাম;
শোষন, শাসন, নির্যাতনে,
হারিয়ে মোরা যেতাম।
খোকা ছিল বাবা মায়ের,
ডান পিটের এক ছেলে;
গরীব দুঃখীর দুঃখ দেখলেই,
তার মনটা যেত গলে।
ন্যায় নীতিতে অটল ছিলেন,
রাজনীতিতে প্রখর;
এদেশেরই মীরজাফরেরা,
ভাঙ্গলো তাহার ঘর।
জন্ম যাহার না হলে দেশ,
স্বাধীন হতো নাকো;
তাহার ডাকেই দিতো সারা,
দেশের মানুষ সকল।
উনিশ বিশে জন্ম তাহার,
মৃত্যু পঁচাত্তরে;
সেই মানুষটা মোদের মাঝে,
আসবে না আর ফিরে।
_____________________
৪ চৈত্র ১৪২৪
১৭ মার্চ ২০১৮
শনিবার, বিকাল ৫.২০ মিঃ
হাতীবন্ধা, লালমনিরহাট।