আমার মায়ের মিষ্টি গলা,
সোহাগ ভরা ডাক;
শুনেছিলাম প্রথম কবে,
সে সব কথা থাক।
বাহান্নর ওই ব্রজকন্ঠে,
ভেসে এলো তার;
দলে দলে ছুটলো যত,
দূরন্ত দুর্বার।
সেই থেকে যে যাত্রা শুরু,
শপথ অভিযান;
ছিনিয়ে আনলো বিজয় মালা,
দিয়ে লক্ষ্য প্রান।
২০/০২/১৯৮৯ ইং