বিধীর বিধান

      -এস এম আলতাফ হোসাইন সুমন

ওই খানে মোর নানীর কবর
তেঁতুল গাছের তলে
পুরান ভিটায় ঘুমিয়ে আছে
সবাই কে আজ ফেলে।

তাহার পাশ্বে আছেন শুয়ে
আমার নানা জান
কোলে নিয়ে ঘুরতো আমায়
ফেলে সকল কাম।

হঠাৎ সেদিন ডেকে বলেন
শোনতো ওরে খোকা,
সয়ম যে মোর ফুরিয়ে গেছে
যাসনে কোথাও একা।

সেদিন থেকেই বন্ধ জবান
থাকতো শুধু চেয়ে,
দশ বার দিন এমনি ভাবে
থাকতো শুধু শুয়ে।

সেদিন ছিল গ্রীষ্ম কাল,
ঘুম ভাঙ্গে মোর ভোরে;
নানু আমার গেছেন চলে,
মায়ার ভূবন ছেড়ে।

আকাশ পানে থাকি চেয়ে,
জল পড়ে মোর দু'গাল বেয়ে;
আত্মীয় স্বজন পরশি যারা,
শোকে সবাই দিশেহারা।

মাথার ছাতা হারিয়ে সেদিন
শোকে দুখে কাটে ক'দিন
মাসের পরে বছর গেলে
যায় নানুরে সবাই ভুলে।

এমনি ভাবে সবাই ওরে
মায়ার ভূবন যাব ছেড়ে,
এটাই তোরে বিধীর বিধান,
ভাঙ্গতে কি কেউ পারে।

""""""""'''''"""""""""""""""""""""
২৫ এপ্রিল-২০১৮ খ্রীঃ/ ১২ বৈশাখ-১৪২৫ বঙ্গাব্দ,
৮ শাবান ১৪৩৯ হিজরী, বুধবার
নিজ বাসভবন
E-mail:-sumonnewsbd@gmail.com Call-+8801712-413891