সহসা কাঁদিতে পারিনি সেদিন আমি
অসম মৃত্যুর রেসে,
বিধাতার লেখা মানিতে কষ্ট যে হয়
এই না মৃত্যুর দেশে।

বিভীশিখা ময় সেই না রাত্রির
হৃদয় বিধারক আহাজারি ,
যখনি মনে হয় কোন খনে মোর
বুকে জেগে উঠে ব্যাথা ভারি।

মৃত্যু পুরিতে বসবাস মোদের
কেঁদে কেঁদে হবে আর কি,
বাঁচিবার তরে সবে, এসো করি সংগ্রাম
ধরে সবে জীবন বাঁজি।

ধরনী যে আজ মৃত্যু পুরিতে,
হয়েছে পরিনত।
তবু কেন আজও প্রভুর আরসে
করছি নাতো মাথা নত।

--------------------------------------

Bidhata's writing

I could not cry that day
In the unequal death race,
It is difficult to accept the writings of Bidhata
This is not the land of death.

Vibhishikha May that night
Heartbreaking ahazari,
Whenever I feel like digging
Waking up in the chest, the pain is heavy.

Moder lives in Puri
What else will cry,
Just to survive, let's struggle
Life is barely over.

The kind that dies today,
Has become.
Yet why is the Lord still alive today?
Nato bowed his head.