<><><><><><><><><><><>
তুমি বিদ্রোহী তুমি প্রেমময় শান্তির কবি
তুমি ছিলে বঙ্গ জননীর প্রেরণারর উৎস।
তোমাকে দেখিনি হে বিদ্রোহী কবি
কিন্ত ছুয়েছি অনুভবে কবিতার মাঝে
তোমার হৃদয়ের বেদনা যত যন্ত্রনা
হৃদয় ছুয়েছে কেঁদেছি শুধু কল্পনাতে।
তুমি আজ চির নিদ্রায় শায়িত হে কবি,
তোমাকে স্বরন করছে তোমারি উত্তরসূরি;
আছো ওপারে একাকী হয়ে নিরব নিশ্চতব্দ,
তাইতো তোমায় আজ বেশি মনে পরে।
তুমি ঘুমন্ত বাংলাকে করছো জাগ্রত,
তুমি ছিলে প্রেরনা যারা ছিল যুদ্ধাহত;
তোমার বিদ্রোহী লেখনির অমর বাণী,
সেদিন ভেঙ্গে ছিল শোসকের মসনদ।
তুমি এসেছিলে দুঃখ কষ্টের মাঝে,
দারিদ্র্যতা তোমাকে মহান করছে;
তুমি ছিলে শান্তির দূত, বাংলার স্তম্ব,
ছিলে তুমি সৃষ্টির মহান এক সন্তান।
আজ হে মহাকবি আছো চির নিদ্রায়,
ভক্তের দল দেখ কাঁদে শুধু শ্রদ্ধায়।
দেখি নাই হে বিদ্রোহী, নয়নে তোমাকে,
তবু তুমি আছো আজও বাঙ্গালির মনে।
তুমি আজও হয়ে আছো লেখনির প্রেরনা,
তুমি আছো আমাদের কর্মের উৎসে ও চেতনা;
তুমি আছো বাংলার মাঠে ঘাটে সব খানে
আছো তুমি হয়ে আজও পথ চলার দিশারি।
বাংলার আকাশে যতদিন থাকবে চন্দ্র, সূর্য্য
ততো দিন থাকবে নজরুল তুমি হয়ে প্রেরণা।
তুমি আজ নেই, আছো শুধু স্মৃতি আর শব্দে
শোষিতের পাশ্বে থেকে শোষককে করেছো জব্দ।
তুমি দিয়েছো বাংলাকে আধুনিক গদ্য
থাকবে যে অমলিন তোমার যত পদ্য।
বিদ্রোহী যুবকের তুমি ছিলে প্রেরণা
তুমি নেই তাই আজ সব যেন রুদ্ধ।
তুমি নেই ওহে কবি নেই কোন শব্দ।
( বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বরনে লেখা কবিতা)
======================
রচনাকাল-২৭/০২/২০০১
১৫ ফাল্গুন ১৪০৭