বেওয়ারিশ
-এস এম আলতাফ হোসাইন সুমন
ওরা কারা নাকি বেওয়ারিশ,
বেশামাল হয়ে থাকে সারাক্ষণ
এক পাল হয়ে চলে পথে ঘাটে
রাতে চলা ফেরা দিনে ঘুমে থাকে।
কথা গর্জে উঠে নেশা ভরা চোখে
আদর বা অবহেলায় ওরা গেছে বখে।
চলা ফেরায় ফিট ফাট সর্বদা থাকে,
অল্প বয়সেই তারা অকারনে পাকে।
বিড়ালের মতন ঘাপটি মেরে থাকে,
শিকার দেখলেই ওরা নড়ে চড়ে বসে,
অতিষ্ট সমাজ আজ ওদের উৎপাতে,
মরন তাদের আশে ঘাত প্রতিঘাতে।
শহর বন্দর কিবা পল্লী কোন গ্রামে
করে চলেছে কুকুরের মত উৎপাত।
তাদের অবস্থান এখন যে সব খানে,
করবে কার সর্বনাশ কেহ নাহি জানে।
পোদ্দারি করে তারা সদা অপরের ধনে,
মা বাবা কারো কথা নেয় নাতো কানে।
অন্যকে ঠকিয়ে তার ঘাম ফেলানো ধন
ছিনিয়ে নিয়ে তার গর্ভ করে সারাক্ষণ।
বেওয়ারিশ কুকুরের দল গুলো যেমন
ঘোরা ফেরা করে তারা যেথায় চায় মন।
পথ ঘাট রোডে ওরা এলো মেলো চলে
সন্দেহ জন্মটা তাদের লোক জন বলে।
---------------------------
২১ এপ্রিল ২০১৮ খ্রিঃ
৮ বৈশাখ ১৪২৫ বঙ্গাব্দ