সাংঘাতিক নয়, সাংবাদিক হও
লাগাম টেনে ধরো
দূর্নীতি আর অনিয়মের
গোষ্ঠী নিপাত করো।

আমরা যারা করছিরে ভাই
ক্রাইম জোনে কাজ,
মোদের কি আর থাকতে  আছে,
লজ্জা শরম লাজ।

আসুক যতো হুমকি ওরে
ভয় কিরে আজ তাতে
বুক ফুলিয়ে চলব সবাই,
একই সাথে সাথে।

কর্মে মোরা ওমর হব
হব নতো নত।
তেল মদন আর মোসাহেবি
করবি রে আর কত।

শক্ত হাতে কলম ধরে
গর্জে উঠি সবে।
সে দিনতো আর নয়কো দুরে
বিজয় মোদের হবে।

আজকে যারা সাংবাদিকতা
করছে কুলুশতা,
তাদের পিছেও আছে যেন
বড় বড় হোতা।

সাংবাদিক হও,
সাংঘাতিকতা ছেড়ে
তবেই আলো জ্বলবে ওরে,
বাংলাদেশে ঘরে।।


হাতীবান্ধা  / লালমনিরহাট / মোবা-০১৭১২-৪১৩৮৯১ /২০ মে.২০২২ ইং / ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ বাং

*****************************

Be a journalist

S M Altaf Hossain Sumon

Not deadly, be a journalist
Pull the reins
Corruption and irregularities
Destroy the group.

We are the ones who are doing it
Working in the crime zone,
Moder has to stay,
Shame shame shame.

Let him be as threatening as he is
Fear of it today
Everyone will be puffed up,
At the same time.

Mora Omar will be in action
I will not bow down.
Oil Madan and Mosahebi
How much more will I do?

Holding the pen in his hard hand
I just roared.
That day is not far away
Victory will be mode.

Those who are journalism today
Doing mischief,
As if there is behind them
The big ones.

Be a journalist,
Leave lethality
Then the light will shine on him,
At home in Bangladesh.

Hatibandha / Lalmonirhat /
20 May 2022 Eng / 3rd 1429 Bang