বাংলা মায়ের দুইটি ছেলে-
হিন্দু মুসলমান-
একটি থাকল পাকিস্তানে-
আর একটি হিন্দুস্থান।

ভাগ যে হয়ে সাতচল্লিশে
শোসন করল বাঙ্গালীরে
বাহান্নতে ভাষার তরে
শহীদ হল সালাম, রফিক জব্বার ওরে।


শোষন করলো পেশোয়ারে-
ভুট্রো আইয়ুব এক হয়ে কয়
বাংলার মাটি আন
বাঙ্গালীরে নিধন করে-
করব গোরস্থান।

ঘর ভাঙ্গিয়া পর করিল
বাঙ্গালীরই দোষ ধরিল-
শুরু যে হলো তখন থেকেই
গণ উভূৎথান।


সোয়াত্তুরের  ইলেকশনে-
বিপুল ভোটে, জয় যে এনে.
পেলাম নাতো তবু মোরা -
কোন আবস্থান।

তাইতো মুজিব ডেকে বলে
ওরে বাংলার দামাল ছেলে
অস্ত্র ধরে যুদ্ধো করে এবার তোরা-
বাংলা মায়ের স্বাধীনতা আন।

ত্রিশ লক্ষ ভাই আর বোনে
নয়টি মাসেই ছিনিয়ে আনে
সবুজের বুকে রক্তে রাঙ্গানো
একটি যে নিশান।
বাংলা মায়ের দুইটি ছেলে-
হিন্দু মুসলমান।

পেলাম শুধু স্বাধীনতা
পেলাম নাতো অধিকারটা
আর কি ফিরে পাবো কভু
মোদের আপন জন।

বাংলা মায়ের দুইটি ছেলে
হিন্দু মুসমান।

===================
রচনা কাল- ১১/০১/২০১৮
         বাংলা- ২৮ পৌষ ১৪২৪
         বৃহস্পতিবার- রাত ৯ টায়।