~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বলুক ওরা যে যা পারে
কারবা আসে যায়,
এই জগতে স্বার্থ  ছাড়া কেউ কি
কোন কাজ করে তাই।
যারা তোমায় হিংসা করে
করতে তাদের দিও
তাদের সকল আলোচনায়
শিক্ষা তুমি নিও।
নিন্দুকেরে বাসবো ভালো
সবার চেয়ে বেশি
তাদের দানেই জগত মাঝে
উঠবো আমি ভাসি।
কেউ যদি আজ দেয়রে ব্যথা
ধৈর্য ধরে থাকিস,
নিজ গুনেরই সুবাসটাকে
বিলিয়ে দিয়ে রাখিস।
নিন্দুক আর হিংসুটেরা
হয় যে অহংকারি
সফলতা দেখলেই তোমার
করে বাড়া বারি।
অহংকারির হয় যে পতন
দু'দিন আগে পরে,
কারো জন্য খুড়লে রে খাল
নিজেই সেথায় পড়ে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
রচনাকাল-২৯ মার্চ ২০১৮
             ১৫ চৈত্র ১৪২৪
বুধবার রাত ১.২০ এ এম