************************
নীতিসংগত পূর্ব গগনে উঠিবেই রবি
আধার সরায়ে আসে জানি ভোর,
মুক্তির পথ আজ নেনা সবে চিনে
কাটিবে কোন দিন মানুষের ঘোর।
দিকে দিকে শুধু চলছে আহাজারি
মানুষের কাঁন্নার শুনি আজ রোল,
সংহার যেন আজ ছড়িয়ে পরেছে;
শান্তির বানী আজ কে শোনাবে আর।
জাতি ভেদা ভেদ আজ যে হয়েছে প্রকট,
আজিকার মানুষ ধরেছে শুধু হিংসার পথ-
দেশে দেশে হানা হানি করে রক্ত ঝড়ায়ে
সমাধান কি হয়েছে ধরে কভু যুদ্ধের পথ।
আধার পথে আজ পথ চলা দায়
চারিদিকে শুধু যে মৃত্যুরর ভয়,
কে আজ দেখাবে আলোর দিশা
তাহলেই কেটে যাবে ঘোর আমানিশা।
উৎতপ্ত ধরনী বুকে ধু ধু বালু চর
আগ্নেয়গিরির উৎগিরিত লাভায়
প্রতিক্ষণে পৃথিবী ঝলষে যে যায়,
মানবতা যেন আজ মৃত্য প্রায় হায়।
শান্তির কথা আজ কেহ নাহি কয়-
যুদ্ধের মাঝেই সবে সমাধান চায়
অশান্ত এই ধরনীর বুকে আজ তাই
মরছে যে মানুষ শুধু ধুকে ধুকে হায়!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৪ জুন ২০১৮/ ২১ জ্যৈষ্ঠ ১৪২৫
মঙ্গলবার, নিজ বাসভবন।