------------------------------------
যে যার ধর্ম  করিব পালন
বাধা নিষেধ নেইতো তাতে
সম্প্রীতির দেশ বাংলা আমাদের
বসবাস করি মোরা সৌহার্দ্যে।

হিন্দু, বোদ্ধ, খৃষ্টান মুসলিম
নেইতো হেথায় কোন ভেদাভেদ,
একই মায়ের সন্তান মোরা
বাংলা আমাদের স্বদেশ।

ধর্মে নয় শুধু কর্মেতে বিশ্বাসী,
আমরা বোঝাতে চাই বিশ্বকে
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে আছেন সৃষ্ট্রা যে।

হিংসা বিদ্বেষ থাকবেনা এখানে
আমরা চলিব এক পাতে
অরন পথের তরুন প্রজন্ম
পথ দেখাবে এই জাতের।

নেই ভেদাভেদ আমাদের মাঝে,
রাখিব না কোন হিংসা বিদ্বেষ
কাঁদে কাঁদ রেখে চলিব আমরা
দেশ গড়ি এসো এক সাথে।

ব্যক্তির চেয়ে দলকে বড় যেন
দলের চেয়ে বড় যেন দেশটাকে
একই ভাষায় কথা বলি মোরা
এসো চলি পথ সবাই এক সাথে।

একই গাভীর দুধ পান করি সবে
একই বাযু নেই নিশ্বাসে,
একই আকাশের নিচে বসবাস
একই গান গাই এসো এক সাথে।

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি---?

১৮ মে ২০১৮/ ৪ জ্যৈষ্ঠ ১৪২৫
১ রমজান ১৪৪০ নিজ বাসভবন
E-mail:-sumonnewsbd@gmail.com
Call-01712-413891