"""""""'"""""""""""""""""""""
আমি হতে চাই না কাজী নজরুল
হতে চাই না জসিম উদ্দিন,হুমায়ুন
চাই না হতে আমি বিশ্ব ঝাঁঝানো
গিতাঞ্জলীর ওই রবি ঠাকুর।

আমার আমিত্বের উদ্দীপনায়
লিখে যাব আজ যাহা মন চায়।
শুনছি এখন যে সে মধুর বাণী
এ সবই ঈশ্বরের দান বলে জানি।

যতো মহামনিষীগন লিখেছেন যাহা
সমাজের উপকারে লাগিয়াছে তাহা।
তাদেরই মত, লিখে যান যারা অবিরত
উত্তরসূরী তাদেরি এরা হইতো।

আমারি আমিত্ব হতে দেবনা কখনও ভূলুঠিত,
লিখে যাব অবিরত মনে আশে কথা যত।
কি হয়েছে, কি হলোনা সেটা আর ভাবিনা,
লিখনিতেই হয়ে আছি আজ আমি ব্রত।

আমি হতে চায় না মীর মোশারফ,
হতে চাই না মধূসুদন, জীবনানন্দ ;
আমার লিখনিতে শুধু আমি
রেখে যেতে চায় আমার আমিত্ব।

নতুন করে বহু জাতিক আগ্রাসনে
বাঙালির আমিত্ব ভাঙ্গছে ক্ষনে ক্ষনে।
দেশ প্রেমী এদেশের মানুষের মনে
শঙ্কাতে ভুগছে যে আজ সব খানে।

তাইতো বলি ওরে শোন সহযোদ্ধাগণ,
শপথ করি নতুন করে এসো ভাই বোন;
আমদের আমিত্ববোধ রাখিতে বজায়,
এক সাথে এক যোগে উঠি জেগে আয় ।

বাৎসল্য যেন  আজ ছড়িয়েছে সব স্থানে,
মানবতা আজ যেন নেই কোন খানে।
আমার আমিত্ব আজ রাখিতে বজায়,
আল্লাহ হবে যানি আমারও সহায়।

রাখিতে বজায় সর্বদায় আমার আমিত্ব,
মানবনা আমি কখনও কারো কোন সর্ত্য।

<><><><><><><><><><><>
রচনাকাল-২৮/১২/২০১৭ ইং
             ১৪ পৌষ১৪১২৪