!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
গাছ নয় তবু পাতা আছে
মুখ নেই তবু ভাষা আছে।
সব জানে সব করে,
তবু কেহ নাহি বোঝে।
কখনও সে অসহায়
কখনও সে জল ঝড়ায়।
কখনও সে দুঃখে ভাসে
সুখে আবার কখনও হাসে।
মন যে তার ভাষা বোঝে
সর্বজনে নাহি খোঁজে
কখনও তার জল ঝড়ে
কখনও সে নীড় খোঁজে।
কি যে ভাষা কি যে আশা
চায় যে সে শুধু ভালোবসা,
কখনও সে তো স্বার্থে,
কখনও বা সে পরার্থে।
সুখে কিবা দুঃখেও সে
খুশি দেয় বিলিয়ে,মন প্রাণ ভরিয়ে।
অপরের সুখে জ্বলে
নিজেকে সে নাহি ভোলে।
কখনও সে সুধা ঢেলে,
কাছে টানে প্রান খুলে।
কখনও সে বিষ ঢেলে
প্রানটা যে সে নেয় কেড়ে।
কখনও সে হাহা কারে
মরুদ্যানের বালু চর,
কখনও সে অসময়ে
যায় চলে সব ফেলে।
গাছতো নয় সে তবু তার পাতা আছে।
মুখ যে নেই তবু তার ভাষা আছে।
======================
রচনাকাল-১৬/০২/২০০১৩