-------------------------------------
আমি লিখছি ও লিখে যাব শুধু তাহাদের জন্য
আমার এ প্রয়াসে হয় যদি কোন উপকার
যদি পায় কেহ এ থেকে কোন প্রতিকার
তবেই আমি স্বার্থক জানবো আমি হয়েছি ধন্য।
আমার যা কিছু আছে চিন্তা আছে ভাবনা
তাহা নিয়েই শুধু সম্মুখ পানে এগিয়ে যাওয়া
সকল বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে যেতে চাই
আমারতো এখন আর কিছু হারাবার নাই।
আমি সৃষ্টির কাছে গাইব শ্রষ্টার গুন গান
করে যাব সর্বদাই সত্যের পথে আহবান,
যত পাপি, ভ্রান্ত পথের গন শুনো দিয়া মন
হেদায়েত কারী সেতো কেহ নয় শুধু এক আল্লাহুই।
ক্ষনিক সময়ের আগমনে পাপ তাপে গেছি ভোরে
আমাদের জীবন গেছে ভরে শুধু কুসংস্কারে
তুমি রহিম তুমি রহমান গাই শুধু তোমারি গুন গান
ক্ষমা কর প্রভু সকলের ভুল ভ্রান্তি খানি।
""""""""""""""""'""""""""""""""""
রচনাকাল-১৫ মার্চ ২০১৮
১ চৈত্র ১৪২৪