************************
সেদিন হঠাৎ ঘুম ভেঙ্গে যায়
কাক ডাকা এক ভোরে,
জানি না কেন তোমার কথাই
মনে পরে বারে বারে।
যতই আমি ভুলে যেতে চাই
কিশোর স্মৃতির কথা,
বারে বারে কেন ফিরে এসে তারা
বাড়ায় বুকের ব্যথা।
জানি আমি হয়তো তুমি
ভুলেই গেছ মোরে,
অন্য কারো ঘর সাজিয়ে
মনটা দিয়েছ তারে।
গোপালগঞ্জে বাড়ী তোমার
থাক মকছুদপুরে,
হাতীখানায় থাকতে ভাড়া
জেলা নীলফামারীতে।
একই সাথে পাঠশালাতে
যেতাম মোরা ক'জন,
টিফিন হলেও করতে নাতো
আমায় ছাড়া ভোজন।
কিশোর প্রেমের সে সব স্মৃতি
তারিয়ে বেড়ায় মোরে,
জানি তুমি আজ সুখেই আছো
অন্য কাহারো ঘরে।
আমার মতোই সেই সব কথা
পরে কি তোমার মনে?
কতটা ভালো বাসতাম তোমায়
জানতো শুধু মনে।
হারিয়ে গেছে সে চির তরে
আসবে না আর ফিরে,
তবু কেন আজ তাহার কথাই
মনে পরে বারে বারে।
***********************
৭ জুন ২০১৮ খ্রিঃ, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বঙ্গাব্দ, ২১ রমজান ১৪৩৯ হিজরী, বৃহস্পতিবার। নিজ বাসভবন।