যার ব্যাথা ভাই সেইতো বোঝে,
অপর মানুষ সু্যোগ খোজে।
কেউ কারো পায় যদি ভাই দুর্বলতা
ভাবে না আর কোন কথা, অছিলা বাশ দেয়
যেজন তারে নিজ দুঃখের কথা কয়।।
যায় না বোঝা বাহির থেকে, ভিতরে তার কি?
মুখোশ পড়া মানুষগুলো খায় সদা তাই ঘি।
আপাদ মস্তক পরিপাটি যায় না ওদের চেনা,
ঘোরের বসে তাইতো সদাই করছি শুধু গোনা।
যার যন্ত্রনা সেইতো ভোগে,নেইতো কোন মত
অন্যেরা হয় বেজা খুশি দেখায় কি আর পথ!
"""""""""""'''''''""""""""""""""""""""""""""""
After you
- SM Altaf Hossain (Sumon)
The one whose brother understands the pain,
Other people look for opportunities.
If someone gets someone brother weakness
I don't think so
Anyone who talks about his grief ..
Can't understand from outside, what's inside?
Masked people always eat ghee.
They don't know how to clean their heads,
That's why I'm always just counting.
Whose pain is the same, no matter what
Others are very happy to see what the way!