:::::::::::::::::::::::::::::::::::::::::::::
মরলে মানুষ জানায় লোকে
মাইক দিয়ে প্রচার করে,
অংশ নিয়ে সবে জানাজাতে
লাস দাফন করে সাথে সাথে।
এক দিন বা দু'দিন গেলে
তারে সবাই যায় যে ভুলে,
কেমন স্বভাব মানব কুলে
এই না দুনিয়ায়।
কিন্তু কেন এমন রে হয়
জন্ম নিলে এই দুনিয়ায়,
ঘটা করে জানায় নাতো
কারোও বাবা মায়।
আসা যাওয়ার এই জগতে
মরছে মানুষ দিনে রাতে,
তবও তার হয় নারে হুশ
জগত খেলায় থাকে বেহুশ।
ধর্ম কর্ম সব ভুলে সে
ভবের খেলায় থাকছে মেতে,
এমনি ভাবে সময় শেষে
ওপারের ডাক যায় যে এসে।
থাকতে সময় কর না কামাই
ওপারের ফিস আয়রে জমাই,
ভালো কাজের উৎসাহ দেই,
মন্দ কাজে দেই বাঁধা দেই।
সত্য ন্যায়ের চললে পথে
বিচার দিনে নবী থাকবে সাথে।
বেহেশ দোজখ এই জগতেই
খুজে দেখ তুই এবাদতে।
*************************
৫ চৈত্র ১৪২৪
১৯ মার্চ ২০১৮