চারদিকে শুধু লড়াই আর লড়াই,
কখনও বেঁচে থাকার; কখনও আধিপত্ত বিস্তারের চড়াই উৎড়াই।
সভ্য কিংবা অসভ্য, যুদ্ধ; সকল সভ্যতারই অংশ,
জাদুঘরে রক্ষিত যত স্মৃতি; সভ্যতার চিহ্নাবশেষ গোড়াপত্তন—ধ্বংশ।
যত বীরত্ব, যুদ্ধবাজি, সমরক্ষেত্র
সর্বত্রই দুর্বল সবলের সংঘাত, ব্যাপক রক্তপাত,
দেশে দেশে, জাতি বেধে, ধর্ম, বর্ণে ঘাত—প্রতিঘাত।
জলে; মাছে মাছ খায়, ছড়ায় আতংক
কুমির খায় মাছ, পশু পাখি, সুযোগ পেলে মানুষও।
স্থলে; বাজপাখি থেকে পোকমাকড় কখনও শিকারী কখনও শিকার,
বাঘ শিংহের শিকারে হরিণ, মেষ, ভেড়া একাকার।
সাপে নেউলে সংঘাত প্রাচিন রীতি
দায়ে কুমড়ায় বিবাদ, আছে ব্যাপক জনশ্রম্নতি।
আসলে লড়াইটা কিসের?
বেঁচে থাকার আর শক্তিমত্তা প্রদর্শনের।
মানুষ সর্বভুক, তৃণলতা থেকে তৃণভূজি সব খেয়ে করে উজার,
ক্ষুধার চেয়েও বেশী খায়, এই ক্ষুধাতো চোখের; লোভ, প্রতিহিংসার।
করে ফন্দি, খেয়ে ফেলে নাম নিশান কখনও,
খায় অর্থ সম্পদ, সম্মান, মানুষের প্রাণও।