আজও তাড়িয়ে বেড়ায়
সেই ভয়ার্ত স্মৃতিগুলো।
তীক্ষè নজর টিভির পর্দায়
চারদিকে শোকের মাতম; যত দুঃসংবাদ
উঠছে প্রতিদিনের খবরের শিরোনামে,
এই বুজি চলে গেল পৃথিবী ছেড়ে
পরিচিত অপরিচিত কেউ; নামে কিংবা বেনামে।
মৃত্যুশঙ্কা!
আপনজনও আসে না পাশে
বন্দি একটি চিলেকোঠায়,
‘পজিটিভ’ শব্দটি বড়ই ভয়ংকর শোনায়।
চারদিকে শুধু স্থবিরতা
লকডাউন!,
প্রত্যেকে নিজের জীবন নিয়ে ব্যস্ত
রাস্তাঘাট, হাসপাতাল সবত্র
শুধু একটু বিশুদ্ধ বাতাস প্রয়োজন।
পাখিরাও গান গাওয়া ভুলে গেছে
শুধু সতর্ক সিগনাল,
প্রতিটি নি:শ্বাস বড় ভারী মনে হচ্ছে
সুন্দর প্রকৃতি শ্রী বিহীন তামাটে
ধুসর প্রতিটি সকাল।
বস্তু...ত,
করেছি শুধু সৃষ্টিকর্তার ডাকের অপেক্ষামাত্র
প্রস্তুত, সৃষ্টিকর্তার ডাকে আমি সদা প্রস্তুত।