একদিন তোমাকে ডেকে বোলেছিলেন,
এই শোনো; এক বিশাল একাকিত্বের অংশীদারিত্ব তুমি নেবে?
এসো; হাত রাখো হাতে, মুঠোয় মন বাধো আঙুলের ভাঁজে!
অন্য অজস্র দিন বোলেছিলেন,
তোমার চোখের মণি ঠিক মক্কার পবিত্র পাথর!
চুমুর মতো; ওটা আমার ভেতরে শুদ্ধতার বাসনা জাগায়—
সেখানে— তোমার চোখের পাতায় আমি চুমু খেতে চাই একবার— তারপর আরও সহস্র কতকবার চাই..
তারপর বহু বছর পর তোমার আগমন হঠাৎ কোরে—
মনে হলো য্যানো আশির্বাদ নেমে এলো আমাদের নগরীতে -
তুমি এসেছিলে, হেসে ছিলে, হেঁটেছিলে আমাদের পাশে,
ভালোবেসেছিলে? আমার ব্যাকুল তিয়াশা দেখেছিলে?
অনুভব কোরেছিলে?
তুমি এলে কী কোরে হৃদয় কাঁপে!- দ্যাখোনি?
ব্যাস্ততা তুমি ভুলে গিয়েছিলে? নাকি উৎকন্ঠা ছিলো ভেতরে?
আমি ভালো আছি, ভালো থাকি; যেহেতু থাকতে হয়।
অতঃপর সেবার দ্যাখার পর তাঁকে বোললেন,
ভালো আছি ভালো থেকো; ভালো আছি ভালো থেকো।