আমার ভালোবাসার সেই মানবী নির্ঘাত স্বর্গের ফুল,
কি যে ভাগ্য আমার মন হয়েছিলো এক দেখাতে তার প্রেমে আকুল..
সেই পরীটা আর কেউনা
সে আমার নিশুতি রাতে প্রেম জোছনা,
সে যে আমার সুনিপুণা....
বৃষ্টি বন্দি এই শহরে তারে কতো কতো মনে পড়ে...
আমি মেঘমালায় তারে দেখি সে মেঘের মেয়ে....
কেউ জানেনা সে দৃষ্টির চাহনির উজ্জ্বলতা,
তোর চোখেতে চোখ রেখে বলেছিলাম মনের কথা....
বিবর্ণ দিবা সপ্ন মাঝে এখনও সে আসে....
কতোটা সহস্র সময় গেল তবু সে অমলিন....
তারে ভুলে যাওয়ার কথা অর্থহীন,তারে ভোলা কঠিন..
সে আসবে বলে আজও প্রতিক্ষীত প্রহর আমার এই বরষায়..
-সাদা কাঁক
১৪ জ্যৈষ্ঠ ১৪২১ বঙ্গাব্দ