এক শীত ডিসেম্বরে-লাল গোলাপে সূচনা প্রেম আমাদের,
তারপর কতোদিন কতো স্মৃতিতে চিত্রিত আমাদের ভালোবাসা..
নিশু যখন হেঁটে আসত আমার দিকে,
ভূমিতে তার পায়ের স্পর্শে আমার বুকে কম্পন হত ভূকম্পনের মত..
প্রথমবার যখন পরিচয়ের ছলে তার নরম হাত আমাকে স্পর্শ করে,
মনে হয়েছিল উত্তপ্ত অগ্নি আমাকে এক পসলা সুখ বর্ষণে ভিজিয়ে দিল..
তার রূপ-জ্যোতিতে বহুক্ষণ একসাথে তাকিয়ে থাকতে পারতাম না,
আমার চোখে ঘোর লেগে যেত- ঝলসে যায় যে কেউ ও জ্যোতিতে..
তার কথা-শব্দ- হাসি ছিল সকালের ঘুম ভাঙানিয়া পাখির কুজনের মতই..
আমার প্রতিটি মুহূর্ত মুগ্ধতায় পূর্ণ হয়ে থাকত তার মিষ্টি কিচিরমিচিরে..
আজ ডিসেম্বরে নিকোটিন কাঠির আগুন স্পর্শে হাতে-স্মৃতি ভ্রম কাটে..
ডিসেম্বর থেকে ডিসেম্বরে-নিশু সুনিপুনা....
গোলাপ থেকে নিকোটিন নিপুণ তার প্রেমের কারবার... ॥