ইদানীং নিজেকে মানুষ ভাবতে পারছিনা,
স্বাভাবিক সমাজে আমার মধ্যে এমন অনুভব কেন জানিনা_
আকৃতির কারণেই কি মানুষ বলে গণ্য হয়,
দেখতে মানুষের মত সবাই তো মানুষ নয়_
ভাবনা মগ্ন ক্ষণে আমাকে নিবেদন করে মন,
মানুষ হইতে হবে -তুমি আকৃতিবিশিষ্ট মানুষ যখন_
মানুষ গুলোকে ছুটতে দেখছি মূল্যহীন অর্থ সম্পদের পেছন,
মানুষের কাছে নাকি এটার অর্থই জীবন_
আমি এমনভাবে জীবন ভাবতে পারিনা,
মূল্যহীন নিরর্থক এসব কখনো আমাকে টানে না_
মিছে মিছে রঙ করা কাগজ উপার্জনে একদিন ফুরায় বেলা,
অভাগা মানুষ দেখছি খেয়াল করে না কখন আসে অন্তিম ক্ষণ-সাঙ্গ হয় খেলা_
ক্ষমতা ,খ্যাতি আরও মূল্যবান অমূল্য কতোকিছু,
পলকে পলকে দেখেছি মুহূর্তেই কেরে নেয় সবকিছু মৃত্যু,
মৃত্যুর বোধই জীবনের আদিম অনন্ত সত্য প্রকৃত বোধ,
যে প্রাণে এ বোধের উদয় হয়না সহজে-সে থাকে অন্ধকারে মরণ অব্দি নির্বোধ_
১৯ আশ্বিন,১৪২২ বঙ্গাব্দ।