রোলার ছুটছে তার আপন স্বভাবে,
মাঠ গুলো বন্দী হয় হারানো দৃশ্যপটে___
এক দুই তিন করে অজস্র অপার,
প্রতি দিন বাড়ছে পাতা হারানোর তালিকার_
*
জীবনে কেন এত বিভীষিকা রয়,
মানুষেরা মেতে ওঠে অমরত্বের লোভে..
সময় রেখে যায় আগুনের তেজ,
হারাতে দেখেছি সব ঘোর লাগা চোখে..
*
সময়ের ডাকে দেখ পুরানো সব হারায় ,
অস্তিত্বের পাতায় নবীনেরা স্থান পায়_
প্রবীণেরা তখন সমুদ্র ঢেউয়ে হারায়,
ঢেউ জলে ভাসছে সব কেউ কারও নয়_
*
জীবনে কেন এত বিভীষিকা রয়,
মানুষেরা মেতে ওঠে অমরত্বের লোভে..
সময় রেখে যায় অগুনের তেজ,
হারাতে দেখেছি সব ঘোর লাগা চোখে..







একজন গায়কের অনুরোধে....

-সাদা কাঁক (মেহেদী হাসান)