,
আজ দিকে দিকে দেখি কেমন মানবিক বিপর্যয়,
কেন হবে আরেকটা কবিতা সূচনা হতাশা নিয়ে_
দিনে দিনে যেন অন্ধ কুপে নিমজ্জিত মানবতা,
যেন মুমূর্ষু মানবতা গ্রাসী পশু সত্তার ছোবলে__
মানুষের মন সৃজন হয় আজাকাল প্রতিহিংসায়,
পশু প্রবিত্তি গ্রাস করছে আমাদের মানবিকতা_
একুশ শতকের এ কেমন ঘুনে ধরা ঘৃণ্য অগ্রগতি,
বর্বরতায় নৃত্যানন্দ করে দানবেরা তৃপ্তি উল্লাসে_
খুন,রাহজানি, ধর্ষণ আজকাল অবিরাম চলছে,
দুর্বল সর্বত্র ভুক্তভোগী কোন দোষ ছাড়াই এসবে_
পশুদের ভাবনা প্রাণ থাকা দূর্বলের উচিৎ হবেনা____

সেদিন শুনেছি বিশ্বজিতের মুখে আহাজারি,
আমরা আজও তো কিছুই করতে পারিনি__
সেদিন শুনেছি রাজনের মুখে চিৎকার শব্দ ,
আমরা আজও তো কিছুই করতে পারিনি __
সেদিন শুনেছি আদিবাসী ধর্ষণ আর্তনাদ ,
আমরা আজও তো কিছুই করতে পারিনি__
প্রতিদিন শুনে যাই বাঁচাও শব্দে হাহাকার,
আমরা কখনো তবু কিছুই করতে পারিনা__
ওদের চিৎকারে আকাশটা সুধু ভারী হয়,,
অবিরাম চলে লাল রক্তের উত্তাপ্ত বর্ষণ__

প্রতিটি ঘটনার জন্মে হঠাৎ প্রসঙ্গিক ঝড় ওঠে,
আবার সে ঝড় আবলীলায়  হঠাৎ থেমে যায়_
আঘটনএকঝাক জমে থাকে পুরাতন পাতায়,
আবার প্রতিটি বছর ওই দিনে আসে স্মরণে_
সেই দিবসে ওদের আবারও মৃত্যু হয় পুনরায়,
মরারা মরে বারে বার বিচারহীনতার ঘৃণাতে_
এমন চলনে কোথায় গিয়ে স্থির হবে অস্থিরতা,
সভ্যতার বাতাসে ভাসে ধিক্কার-আর্তচিৎকার_
তবু কভু হবেনা বোধ-মানসিক বিবেক উন্নয়ন,
ওদের মৃত্যুতে আমাদের কভুকি টনক নড়বেনা_
আসলে আমরা সবাই পশু হয়েছি স্ব-দলবলে,
পাষাবিকতায় নিমজ্জিত আমাদের পুরো সমাজ_
যদি অনগত দিনেও  এমন চলি আমরা মানুষ,
তবে দেখব একদিন এপিটাফে লেখা  ;মানবতা__________॥

-মেহেদী হাসান / ৮ শ্রাবণ,১৪২২ বঙ্গাব্দ।