আলোকিত চাঁদ আকাশে এবং নিঃসঙ্গ আমি এখানে,
একলা চাঁদের কেন শুন্যতা কে জানে..
বাতাসে আজকাল সুবাস শুন্যতা,
হারিয়েছে কোথায় প্রকৃতির লাবণ্যতা..
স্বাদ করে চাঁদ দেখার মুহূর্ত গুলো আজ অগোছালো ..
এ লো মো লো....
জোস্নার সৌন্দর্য আমি আজকাল দেখিনা,তোমাকে ছাড়া..
তোমাকে ছাড়া জোস্নার ক্ষণে আমি দিশাহারা ...
চাঁদের মধ্যে সে ক্ষণে ঘর বানাতাম দুজন,
একলা চাঁদের বিষণ্ণ কালো আজ মন..
সুনিপুণা,তুমিহীন বিষণ্ণ জীবন আর চাঁদ দেখার ক্ষণ..
© -সাদা কাঁক(মেহেদী হাসান)
২০ কার্ত্তিক ১৪২১ বঙ্গাব্দ
All Right Resorved by Writer .