ঝির ঝির ঝরা কাননে সঙ্কীত মনে সেদিন গিয়েছিলাম আমি ,
কথা দিয়েছিলে আসবে সেদিন...কিন্তু আসোনি তুমি ..
কানন পুষ্প বলেছিল আসবেনা আমাকে ভালোবাসবেনা।
বিশ্বাস করিনি তা...কেননা,আমিতো তোমাকে ভালোবেসেছি...
তুমি আসোনি বলে তোমায় বিশ্বাসঘাতিণী অপবাদ দেইনি...
কারণ,ঝির ঝির ঝরে এখনও মৌসুম ফুরোয়নি
সে মৌসুমে আসলেনা আসলেনা তাতেকি,
এ মৌসুমে নাহয় অন্য কোন শ্রাবনে আসিও সুনিপুণা...
ঝরা পুষ্প বলেছে,তুমি আসিলে তারাও পাবে সজীবতা
আর পুষ্প কুঞ্জের মৃত্যিকা হবে উর্বর...
কল্পে একেছি এ পুষ্প কাননে তোমায় নিয়ে বাঁধিবো সংসার,
হবে সুবাসিত বসুন্ধরা আমাদের...
পুষ্পেরা সুবাস ছড়াবে,
সারাজীবন সুবাসিত আমাদের প্রেম......
: © -সাদা কাঁক(মেহেদী হাসান)
০৭.৩০.২০১৪ ইং
উৎসর্গ: সে রহশ্যময়ী,আমার সুনিপুণা.. নিশু
All Rights Resorved By Writer .