কাল বৈশাখের কিছু কালো মেঘ জমিয়ে রেখে ছিলাম তোমার জন্য একটি কবিতা লিখবো বলে,
আর শরৎ মৌসুমের ধবদবে সাদা আকাশকে কাগজ বানিয়ে রেখেদিয়েছি তোমর ছবি আঁকবো বলে..
বসন্ত এলো... কবি মন উদাসীন তোমার জন্য বর্ণমালার কারুকার্যের সূচনা হবে বলে...
হঠাৎ দেখি আমার সেই কাল বৈশাখী মেঘেরা উড়ে যায় তোমার শূন্যতায়...
এখানে শূন্যতা , ধূসর আমার কাল বৈশাখীর রঙ...
আবার যখন আমি তোমার প্রতিচ্ছবির কথা ভাবছি..,
ঠিক তখনই সুনেছি শরৎ মেঘেদের ফুরিয়ে গেছে বেলা...
তারাও হারিয়েছে তোমার শূন্যতায়..
তোমাকে না পাওয়া যেন মেঘেদের মহা অপ্রাপ্তি..
তুমি এলেনা তাই হয়ত ইচ্ছেরা পূর্ণতা পেলোনা...
তবু,নির্লজ্জ ইচ্ছেদের ইচ্ছের কোন কমতি নেই..
ফের প্রস্তুত সে কবি আর কালো কাল বৈশাখ ,তুমি আসবে..
ফের প্রস্তুত ঐ সাদা শরৎ আর চিত্রকর ,তুমি আসিও...
এক বসন্ত ,বহু বসন্ত, সব ফুরোবে...
নির্লজ্জ ইচ্ছেরা নিজ বাহুবলে বলিয়াল তুমি আসবে...
তুমি আসিও.....
অনন্ত কাল পর হলেও আসিও.....
উৎসর্গঃ নিশু.......
-সাদা কাঁক(মেহেদী হাসান)
১৩ কার্ত্তিক ১৪২১ বঙ্গাব্দ
All Right Resolved By Writer.
(কপি করিবেন না)h