নিশু,ভুলে গেছ্ তুমি আমায় তাই না?
এত সহজে আমায় ভুলে যাবে এমনটা হতে পারে না।
ভুলে যাবে ভেবে কি ভালবেসেছিলে?
কতো ভুলে ভরা জীবন আমার তবু ভুল করেও তোমায় ভোলা গেল না..
নাকি নিশু ভুল করার অভিনয় করছো..?
অভিনীত কল্প কাহিনী আর বাস্তবতা এক হয় না...
মন থেকে কি আমার নাম সত্যি মুছে গেছে?
বুকটা খুলে দেখে যাও তুমি আছো এখানে আর তোমার স্মৃতিরা অমলিন মন থেকে কখনো ভুলে পড়েও মুছে যায়না..
সেই তুমি ফেলে আসা দিন আর হারানো সময়ের মতো ভালোবাসো কি আমায়?
আমি ঠিক কতটা ভালবাসি তোমায় তা বিধাতা ছাড়া কেউ জানেনা..
আমি নিজেও জানি না....
সত্যিকারের ভালবাসা কভু পরিমাপ করা যায়না..
তুমি হীনা গ্রেনেডের আঘাতে ক্ষত-বিক্ষত এই আমি সারাক্ষণ..,
ভালো থাকো তুমি এই কামনায় বিভোরিত আমার প্রার্থনারত মন..
©-সাদা কাঁক
২৭ জ্যৈষ্ঠ ১৪২১
উৎসর্গ:- শুধুই তোমারে নিশু(সুনিপুণা)