যদি বিধাতা মানব কুললেরে মেয়াদ উত্তীর্ণ হবার সময় বেঁধে দিতেন তাহাদের গায়ে ,
পৃথিবীতে মনুষ তবে সারাদিন আর রাত অপেক্ষায় প্রহর গুনত সেই অন্তিম ক্ষণের..
যদি বিধাতা মানব কুললেরে মেয়াদ উত্তীর্ণ হবার সময় বেঁধে দিতেন তাহাদের গায়ে ,
প্রতীক্ষায় মানুষেরা আত্মহারা হয়ে গুনে যেত কখন কেড়ে নিচ্ছে প্রাণ-যমদুত প্রাণের..
মানুষের গায়ে নির্দিষ্ট কোন অন্তিম ক্ষণ উল্লিখিত নেই,
তাইতো মানুষেরা অজানা অজান্তেই অন্তিম ক্ষণে একদিন হঠাৎ পৌঁছবেই...
মৃত্যু জীব জীবনে এক হঠাৎ অনিবার্য - সব জীবের মৃত্যু হবেই...
হঠাৎ এক ক্ষণে মরে যায় মানব জীব তাহাদের কামনা হীন সিমান্তেইয়...
এভাবেই চলে গেছে আমাদের সব পূর্ব মানুষ জীবের প্রাণ স্পন্দন,
আমিও হঠাৎ একদিন চলে যাব এসব ভাবলেই বিষাদ ভরা চোখেতে ক্রন্দন..
পৃথিবী-সময়- দিন গুলো চলিবে আপন গতিতে নতুনের সাথে..,
এভাবেই পৃথিবীর গতি চলিতে থাকে-মনুষ চলে যায় অনির্দিষ্ট পথে...
তাই এ ভাষার জাতীয় কবি তার পাঠকের উদ্দেশ্য লিখে গেছেন,
সেই আগ্রা-"সে দিল্লি ভাই পরে আছে সেই বাদশা নাই" এটাই জীবন....
-সাদা কাঁক(মেহেদী হাসান)
বৈশাখের দ্বিতীয় দিন,১৪২২ বঙ্গাব্দ ।