আমারে আর কোথাও খুঁজে পাওয়া যাবেনা,
না শহরে না সমুদ্রে, আমি নেই কোথাও
আমি নেই লোকারণ্যে, নেই কারো অবয়বে
আমার আমিটা আমি ছাড়া নেই জেনে নাও
সমুদ্রে তুমি নাবিক খুঁজে পেতে পারো,
শহরে রোমিও, টিএসসি গেলে পাবে কবিও
আমি নেই কোনোখানে কোনো আয়োজনে
হারালে নিজের ভেতর খুঁজতে পারো যদিও
লাগলে পরে জলের ভেতরে জল খুঁজে পাবে,
নিঝুম সন্ধ্যায় খুঁজলে পাবে কাজলে কাজল
আমি আমার স্বভাবে তোমার আঁচলে আছি
তবুও আমারে ওসবে ক্যানো খোঁজো তবে?