কি দ্যাখছেন , আশ্চর্য নিজস্ব আকাশ শরৎ মেঘ -নদী -আঙুলে আঙুল ,
শুদ্ধ প্রণয়ের নিয়ন জ্বলা সন্ধ্যায় তার চোখের সূর্যাস্তে হাঁটা পথ ।
নির্ভুল কিছু ভুলের পর আবার যখন আমি তার চোখে চোখ রাখছিলাম, যখন ফাগুণে নিপুণ নীল বৃষ্টি আসছিল, মনের মধ্যে আকাশ এবং বিদ্যুত চমকের সন্ধান পাইছিলাম, জোয়ার ভাটার নদীতে ভালোবাসাময় জল দ্যাখা গ্যাছিলো, ছিলো পৃথিবীরময় ভালোবাসার দীর্ঘ নিশ্বাস; সু-ঘ্রাণ ।
আপনাদের রাষ্ট্রীয় আইনে আমাকে তার চোখে বিরামহীন চোখ রাখার অনুমতি দেয়া হোক,
সহস্রাব্দের জীবনান্তে য্যানো সে প্রেমিকার নির্বিকল্প চোখে তাকিয়ে মরে যাই; বন্ধনে ।
মোহময়তায় যে আমাকে গ্রাস করছিল -অলক্ষে অস্থির হাটছিলাম ,
বাতিকগ্রস্থ আমার লক্ষ্য - উদ্দেশ্য স্থির ছিলো প্রেমিকার চোখে,
হ্যাঁ সে চোখের কথা বলছি যেখানে গোপন আরেক পৃথিবীর মানচিত্র,
বারবার যে চোখে তাকিয়ে ভ্যাবাচ্যাকা খাই -কল্প পাড়ায় পথ হারাই ।
যে তটে আমার ব্যক্তিগত সব গল্প,কথা ও কবিতা থমকে দাড়ায়,
পৃথিবীর এক অন্যতম আশ্চর্য সে প্রেমিকার মাইষ্টেরিয়াস আই ।