ইতরের শহরে প্রেমের চাষাবাদ হয়না; হয়না ইচ্ছেসুখে থাকা,
ইথারে অসুখ নিয়ে কবি তাই অস্থির হেঁটে যেতে থাকে একা।
এখানে অসুরের ছেলেরা দাপিয়ে বেড়ায়, দখল করে বকুল ফুল।
এখানে শুয়োরের ছানারা লাফিয়ে বেড়ায়, ছিড়ে ফ্যালে শিউলি ফুল।
এখনে পুস্তক পশ্চাৎদেশ রেখে বোকাচোদা বসে থাকে মসনদে,
এখানে নির্বাক হা করে থেকে
সুবোধ পালিয়ে বেড়ায় অজ্ঞাতে।
আহারে ইতিহাস, আহারে ত্যাগ, আহারে বাহান্নো একাত্তর!
ইতরে শুষে খায়, শুয়োরে ছিড়ে খায়; ফুল ও ফলের এ শহর!