শিরোনামে :- বিজয় দিবস
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ১৬ - ১২- ২০২৪ ইং
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস
একাত্তরে বাংলার দামাল ছেলেরা
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে
এদেশের স্বাধীনতা ছিনিয়ে আনে।
বাঙালিরা পরাধীনতার গ্লানি মুছে
স্বাধীন ভাবে বাঁচার অধিকার পায়।
বাংলার বীরদের ত্যাগের বিনিময়ে
বিশ্বের বুকে আজ আমরা পেয়েছি
প্রজ্বলিত এক লাল-সবুজ পতাকা।
পদ্মা,মেঘনা,যমুনার স্রোতের ধারায়
টেকনাফ থেকে তেতুলিয়া, আজও
মুক্তপাখির মতো অবিরাম বয়ে চলে
বাংলার এ বিজয়ের আনন্দের ধারা।
যাদের রক্তে অর্জিত এই স্বাধীনতা
সেই বীরেরা বাংলার গর্ব, অহংকার।
তারা চিরস্মরণীয়,কভু ভোলার নয়
আমরা শোকাহত, তাদের স্মরণে
আমরা শ্রদ্ধার সঙ্গে সালাম জানাই।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।