শিরোনামে :- তুমি হারিয়ে গেছো
কলমে :-  মোঃ সুমন মিয়া
তারিখ :- ২৮- ১১- ২০২৪ ইং

আজ হয়তো, তুমি হারিয়ে গেছো
আমার জীবন থেকে, তবুও
আমার জীবনে, তুমি রয়ে গেছো
কবিতার ছন্দ হয়ে।

তুমি হারিয়ে গিয়েও বার বার
স্মৃতি হয়ে, ফিরে আসো।
তাইতো আজও, তুমি রয়ে গেছো  
আমার উপন্যাসের পাতায়।

তুমি হারিয়েছ বিদ্বায়,
আজ তোমাকে, আমার মনে পড়ে।
এই সব কখনোই হতো না,
যদি তুমি, আমার পাশেতে থাকতে।

যদি, তুমি হারিয়ে না যেতে
তবে ভাবতাম, আজও তুমি আছো।
আর, এই ভাবনাতেই কখন
তোমাকে ভুলেই যেতাম, কে জানে।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ