শিরোনামে : ট্রেন
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ০৮ - ১১- ২০২৪ ইং

ট্রেন চলছে ঝকঝক
দিচ্ছে পাড়ি দূরে পথ।
সামনে কিছু দেখলেই
বেজে উঠে ট্রেনের হর্ণ৷
সামনে পিছে কত বাড়ি
যাচ্ছে ফেলে সারিসারি৷
রাস্তা পারাপারের সময়
থামছে শত শত গাড়ি।

সকাল, সন্ধ্যা, মধ্যরাতে
মাঠের পর মাঠ ফেরিয়ে
স্টেশন থেকে স্টেশনে
যাত্রীকে গন্তব্যে পৌঁছাতে
ঝকঝকাঝক শব্দ করে
ট্রেন চলেছে দ্রুত বেগে।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।