শিরোনামে :- তোমার ফেরার অপেক্ষায়
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ১৬ - ১০- ২০২৪ ইং
রোজ, প্রতিটি মুহূর্ত প্রতিটি খন অব্দি
আমার এই মনে কি এক অনুভূতি হয়!
তুমি তা বুঝবে না, বোঝার চেষ্টাও করো না
আমার এই অবুঝ মন কি সব যেন চাই।
সেই খনে তুমি কাটাও তোমার ব্যস্ত সময়।
সেই ব্যস্ত খনে, তোমার ফেরার অপেক্ষায়
একাকীত্ব মনে কি এক সন্ত্রস্তের জন্ম নেয়,
আমি তা বলে, তোমায় বুঝাতে পারবো না।
সকাল থেকে বিকেল, সন্ধ্যা থেকে মধ্যরাত
তোমার ফেরার অপেক্ষায়,নীরবে বসে বসে
আমি কি যে ভাবি, তা তুমি বুঝতে চাও না
এই বুঝতে না চাওয়ার আংশিক অবহেলায়
আমার এই মনটাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়৷
তোমার কাছে আমার চাওয়া- পাওয়াগুলো
একটা সময় তোমার নিকট বিদ্বেষের পাত্র।
কথার মধ্যে আমার ভুলগুলো চোখে ভাসে।
তোমার ফেরার অপেক্ষায় বসে থাকার কষ্ট
বুকে রক্তক্ষরণ করে আর মনে প্রশ্ন তুলে
আমার চাওয়াই ভুল কি এতই বেশি ছিল
উওর খোঁজে না পেয়ে নীরবেই পড়ে থাকি।
ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।