শিরোনামে :- আজ তোমার জন্মদিন
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ১৬ - ১১- ২০২৪ ইং
আজ তোমার উনিশ তম জন্মদিন
খুশিতে হোক না, সব কিছুই রঙিন।
জনম জনমের তরে, আসুক ফিরে
বারবার তোমার জীবনে এমন দিন।
আমার হতে তুমি যতই থাকও দুরে
তবুও বার বার পড়ছে তোমায় মনে।
তোমার এই শুভ জন্মদিনে, দূর হতে
আমার ভালোবাসাই দিলাম উপহার।
দূর আকাশের মেঘের ভেলায় চড়ে
আমার এই ভালোবাসা যাবে মিশে
তোমার হৃদয় গভীরে, যদিও আমি
নেই আজ তোমার দৃষ্টির সীমানায়।
তোমাকে জোচ্ছনার মৃদু আলোয়,
বুকেতে জড়িয়ে হয়তো বলা হবে না
শুভ জন্মদিন প্রিয়,তবুও তোমার এই
জন্মদিনে আমার ভালোবাসা অফুরন্ত।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।