শিরোনামে :- এই অন্ধকার রাত
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ১ - ১২- ২০২৪ ইং
এই অন্ধকার রাতে, শহরের
অলিতে-গলিতে ঘুরে ফিরে
আজ আলোর সন্ধান করি।
অন্ধ আমি, এইটুকু বুঝতে
কতটা করে ফেলেছি দেরি।
রাতের শহরে তারারা হাসে
চাঁদ ঝিমিয়েছে তার আলো।
জোনাকি উড়ে গাছে গাছে
চাঁদ,তারা করেছে সন্ধি,তাই
খুঁজে পাইনা আজ আলো।
অন্ধ না হয়েও, অন্ধ আমি
কালো পর্দায় চোখ সব বাঁধা।
আলোর সন্ধান করতে গিয়ে
অন্ধকারেই হারিয়ে যাওয়া।
এ যেন রাতের গোলকধাঁধাঁয়
অন্ধকারেই আটকে থাকা।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।