শিরোনামে :- বিজয়ের মাস
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ১৬ - ১২- ২০২৪ ইং
ডিসেম্বর এলেই মনে পড়ে
বাংলার দামাল ছেলেদের কথা।
যাদের বুকের তাজা রক্তে
বাংলায় এসেছে স্বাধীন পতাকা৷
ডিসেম্বর এলেই চোখে ভাসে
একাত্তরের ভয়াবহ সেই ইতিহাস।
কেমন করে স্বাধীনতা পেয়েছে
আমাদের এই সোনার বাংলাদেশ।
বিজয়ের মাস ডিসেম্বর,
ত্রিশ লক্ষ প্রাণে অর্জিত এ বিজয়।
বাংলার মানুষের অন্তরে
আজও স্মৃতি হয়ে বার বার ফিরে।
স্বাধীনতার পঞ্চাশ ফেরিয়েও
দিকে দিকে বাংলাদেশের জয়ধ্বনি।
বাংলাদেশের এই স্বাধীনতা
নয় মাসের তাজা রক্ত দিয়ে কেনা।
ডিসেম্বরে এলেই হৃদয়ে বাজে
মুক্তির গান, বিজয়ের সেই সুখস্মৃতি।
একাত্তরে ডিসেম্বরের বিজয়
আজও বাঙালির চিরগর্বিত ইতিহাস।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।