শিরোনামে :- মৌমাছি
কলমে :-  মোঃ সুমন মিয়া
তারিখ :- ২৯ - ১১- ২০২৪ ইং

মৌমাছিরা উড়ে উড়ে পথ চলার পথে
প্যাচানো ডানার স্পন্দনে, মৃদু গুঞ্জনে
সুরের তালে তালে সুমধুর গানের তান।
ফুল থেকে ফুলে সারা দিন ঘুরে ফিরে
খায় মধু খোঁজে আর মিটি মিটি হাসে।
যেই ফুলে মধু আছে, সেই ফুল বুঝে
একেএকে উড়ে এসে ফুলে ফুলে বসে।
লক্ষ-কোটি মৌমাছির একই সাথে বাস
ঝাঁক বেঁধে সব মিলে মিশে করে কাজ,
ফুল হতে মধু চুষে এনে বাঁধে মৌচাক।  
মোমের মতো নরম মৌচাকে,মৌমাছিরা
ঝাঁকে ঝাঁকে মধু এনে, জমা করে রাখে।
সেই মধুর লোভে, যে মৌচাকে হানা দেয়
ছুটে এসে মৌমাছি, তাকে হুল বিঁধে দেয়।
ছোট্ট প্রাণী তবুও কাজের কর্মের বাহার
বছরের ছয়টি ঋতুতেই মধু তার আহার।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ