শিরোনামে:- তাপদাহ
কলমে:-মো: সুমন মিয়া
তারিখ:-  ২ /৯ /২০২৪ ইং

আহঃ ! কি রৌদ্রোজ্জ্বল
গরমের তীব্রতা বেড়েছে
বাতাসের প্রবাহ হচ্ছে না
জ্বালা শুধুই জ্বালা।
সারা দেহ জ্বলে অস্বস্তিভাব
গাছের পাতা নেতিয়ে গেছে
দেহে পানীয় জলের সংকট
মোটাতে হিমশিম খাচ্ছে।
পথে ঘাটে শুনশান নিরর্বতা
কাছে পিঠে নেই কোনো গাড়ি
মানুষের মাঝে  মিষ্টতা নেই
দুশ্চিন্তায় দিন দিচ্ছে পাড়ি।

দেহ, মন দিচ্ছে না কাজে সাড়া  
অনীহায় কাজ হচ্ছে পরিত্যক্ত
ঘুম হচ্ছে না দিনে বা রাতে
ক্লান্ত দেহ, খিটখিটে মেজাজ
বিশ্রামের খুব প্রয়োজন
কোথায় নেবে একটু বিশ্রাম
ঠান্ডা যে কোথাও নেই।
ফ্যানের বাতাসে গরমের যন্ত্রণা
তীব্র তাপদাহে দেহ,মন অশান্ত।
শরীরটা ভীষণ ঘেমেছে আজ
বার বার চোখ বন্ধ হয়ে আসছে
খুব ঘুমাতে ইচ্ছা করছে।
ঘুমাই কেমন করে,আবহাওয়াই
চারদিকে চলছে তীব্র তাপদাহ যে ।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।