শিরোনামে:- টাকার মিছিল
কলমে:- মো: সুমন মিয়া
তারিখ:- ২৬ - ৩ - ২০২৪ ইং
টাকা টাকা টাকা
আজ সবকিছুতেই টাকা
টাকায় তুমি, হইছ যে আজ
সকল ভোগ বিলাসিতা।
তুমি প্রিয় জনের মধ্যে থেকে
তৈরি কর, কতোই বিভেদ।
তোমার নেশায় করছে মানুষ
হানাহানি আর বিদ্বেষ।
সত্যকে আজ মিথ্যে কর
মিথ্যেকে করেছ সত্য।
তোমায় নিয়ে করছে মানুষ
কতোই আধিপত্য।
এই সমাজে,
টাকা-পয়সা পরিপূর্ণ যারা
সমাজে উচ্চবৃত্ত তারা,
তাদের কথায় উঠে বসে
সমাজে নিম্ববৃত্ত যারা।
টাকার জন্য এই সমাজে
উচুঁ-নিচুর এত ভেদাভেদ।
তাইতো মানুষ, হালাল-হারাম
সব ভুলে আজ, ছুটছে টাকার পিছু।
সমাজে টাকার এতোই আজ জোর
তাইতো আজ সবাই ভাবে টাকাই সবকিছু।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।